জাতীয়

মতিঝিলে জনতা ব্যাংক ভবনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক : মতিঝিলে জনতা ব্যাংক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার সকালে ২৪ তলা এ ভবনের নয়তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিস সকাল ৮টা ৪০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ২০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। জনতা ব্যাংক ভবনে কর্মরত ওই ব্যাংকের অফিসার সোয়েব আহমেদ শাওন জানান, সকাল ৮টা ৪০ মিনিটের দিকে ভবনের নয় তলায় আগুন লাগে। তবে কীভাবে আগুন শুরু হয় তা তিনি জানাতে পারেননি। ফায়ার সার্ভিসের ডেপুটি ডিরেক্টর দেবাশিষ বর্ধন রাইজিংবিডিকে বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে এসেছে। কীভাবে আগুনের সূত্রপাত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’ রাইজিংবিডি/ঢাকা/২৫ জুলাই ২০১৭/মাকসুদ/সাইফুল/এএন