জাতীয়

ইসির সংলাপে আরো সাতজনকে ডাকার অনুরোধ

নিজস্ব প্রতিবেদক : সুশীল সমাজের আরো সাত প্রতিনিধিকে একাদশ সংসদ নির্বাচনের সংলাপে পরামর্শ দেওয়ার জন্য ডাকতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে অনুরোধ জানিয়েছেন গণতন্ত্রের জন্য আন্দোলন। মঙ্গলবার দুপুরে গণতন্ত্রের জন্য আন্দোলনের সভাপতি মো. মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। মো. মজিবুর রহমান বলেন, সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ও রাষ্ট্রের কল্যাণে যারা নিয়মিতভাবে কাজ করে যাচ্ছেন এমন সুশীল সমাজের সাতজনকে নির্বাচন কমিশনের সংলাপে অংশগ্রহণ করার জন্য ডাকতে অনুরোধ জানাচ্ছি। তিনি বলেন, এই সাতজন হচ্ছে- তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির মো. আব্দুল মতিন, জনস্বার্থ রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম বুলু, এফবিসিসিআই’র সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান নায়ক ইলিয়াস কাঞ্চন, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম এবং নিজেরা করি’র প্রধান সমন্বয়ক খুশি কবির। রাইজিংবিডি/ঢাকা/২৫ জুলাই ২০১৭/হাসিবুল/মুশফিক