জাতীয়

ডিসি সম্মেলন : প্রথম দিনের কার্য অধিবেশন শুরু

সচিবালয় প্রতিবেদক : তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিনের কার্য অধিবেশন শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অধিবেশন শুরু হয়। প্রথম অধিবেশনে এক ঘণ্টা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রলায়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় এবং শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে সারা দেশের জেলা প্রশাসকদের নির্দিষ্ট বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে ডিসিদের গুরুত্বপুর্ণ নির্দেশনা দেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা। প্রথম অধিবেশনে ত্রাণ মন্ত্রণালয়ের সঙ্গে ডিসিদের আলোচনায় অংশ নেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সচিব শাহ কামাল প্রমুখ। উপস্থিত আছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম। সম্মেলনে ত্রাণ মন্ত্রণালয়ের পরে ডিসিদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক। মঙ্গলবার সকাল ১০টায় শুরু হয় তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন-২০১৭। শেষ হবে ২৭ জুলাই। মঙ্গলবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাগরিক সেবার মানোন্নয়নসহ মাঠ পর্যায়ের গুরুত্বপূর্ণ বিষয় এবারের জেলা প্রশাসক সম্মেলনের আলোচনায় প্রাধান্য পাবে। থাকবে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ মোকাবিলা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ সার্বিক বিষয়। জেলা প্রশাসকদের আইনগত, প্রশাসনিক, আর্থিক চ্যালেঞ্জসমূহ মোকাবিলায় কর্মপন্থা এবং সরকারের নীতি ও কর্মসূচি কীভাবে দ্রুত বাস্তবায়ন করা হবে তার কৌশল ঠিক করাও এই জেলা প্রশাসক সম্মেলনের উদ্দেশ্য। তিন দিনের এই সম্মেলনে মোট ২২টি অধিবেশন হবে। তার মধ্যে কার্য অধিবেশন ১৮টি। এতে ৩৪৯টি প্রস্তাবনা থাকবে ৫২টি মন্ত্রণালয়, কার্যালয় ও বিভাগ সম্পর্কিত। সম্মেলনে জেলা প্রশাসকদের দিকনির্দেশনা দেবেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, জ্যেষ্ঠ সচিব ও সচিবরা। বুধবার ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে জেলা প্রশাসকরা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে দরবার হলে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ হবে। রাষ্ট্রপতি তাদের দিকনির্দেশনা দেবেন।’ ২৭ জুলাই শেষ হবে তিন দিনের এই জেলা প্রশাসক সম্মেলন। রাইজিংবিডি/ঢাকা/২৫ জুলাই ২০১৭/নঈমুদ্দীন/আসাদ/রফিক