জাতীয়

ভিয়েতনাম সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক : ভিয়েতনাম ন্যাশনাল এসেম্বলির আমন্ত্রণে ভিয়েতনাম সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী। মঙ্গলবার দেশে ফিরেছেন বলে সংসদ সচিবালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। সফরকালে স্পিকার ভিয়েতনামের ন্যাশনাল এসেম্বলির প্রেসিডেন্ট গুয়েন থি কিম গ্যান, ভিয়েতনামের প্রেসিডেন্ট ট্রেন দাই কোয়াংএবং ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল গুয়েন ফু ট্রং-এর সঙ্গে  স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে  দ্বিপক্ষীয় সভায় অংশগ্রহণ করেন। এ সময় তারা দুদেশের বাণিজ্য সম্পর্ক, আমদানি-রপ্তানি, যৌথ বিনিয়োগ, পাটসহ কৃষিজাত দ্রব্যাদি, পর্যটন শিল্প ইত্যাদি বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন। স্পিকারের সঙ্গে সফরসঙ্গী হিসেবে ছিলেন সংসদ সদস্য ইমরান আহমদ, পংকজ নাথ, এ এম নাইমুর রহমান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার। রাইজিংবিডি/ঢাকা/২৫ জুলাই ২০১৭/এম এ রহমান/মুশফিক