জাতীয়

স্থানীয় পর্যায়ে রাজস্ব বাড়ানোর তাগিদ অর্থমন্ত্রীর

সচিবালয় প্রতিবেদক : স্থানীয় পর্যায়ে রাজস্ব বাড়ানোর জন্য জেলা প্রশাসকদের তাগিদ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রীপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সম্মেলনে অর্থমন্ত্রী এ তাগিদ দেন। জেলা প্রশাসকদের সঙ্গে সম্মেলন শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি বলেন, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা বছরে একবার আসেন, তারা প্রশ্ন করেন আমরা শুনি, উত্তর দেই। তাদের সঙ্গে রাজস্ব ‍বৃদ্ধিসহ স্থানীয় পর্যায়ের নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। অর্থমন্ত্রী বলেন, আমি তাদের (জেলা প্রশাসক) বলেছি রাজস্ব বাড়ানোর উদ্যোগ নিতে। যেহেতু দেশে উন্নয়ন দৃশ্যমান, তাই রাজস্ব বাড়াতেই হবে। আর রাজস্ব বাড়ানো গেলে, তাদের অর্থ বরাদ্দ দেওয়াও যাবে, সেবাও বাড়বে। সম্মেলনে জেলা প্রশাসকদের জেলা পর্যায়ে আলাদা বাজেট দেওয়ার জন্য বলা হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। এ বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, জেলা পর্যায়ে আলাদা বাজেট দেওয়া গেলে ব্যয় নিরুপন করতেও সহজ হবে। মন্ত্রী জানান, জেলা পর্যায়ের কালেক্টার ভবনগুলো দ্বিতীয় তলায় উন্নীত করাসহ সংষ্কার করা হবে বলেও জেলা প্রশাসকদের বলা হয়েছে। রাইজিংবিডি/ঢাকা/২৫ জুলাই ২০১৭/নঈমুদ্দীন/আসাদ/সাইফ