জাতীয়

নির্দিষ্ট চেকপোস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসায় উল্লেখ করা নির্দিষ্ট চেকপোস্ট দিয়ে প্রবেশ ও নির্গমনে যে বাধ্যবাধকতা ছিল, তা প্রত্যাহার করেছে ভারত। এর ফলে এখন থেকে বাংলাদেশিরা দেশটির ২৪টি আন্তর্জাতিক বিমানবন্দর ও দুটি সমন্বিত চেকপোস্ট দিয়ে প্রবেশ ও নির্গমন করতে পারবেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, নিষেধাজ্ঞা প্রত্যাহারের কারণে এখন থেকে বাংলাদেশিরা ভিসায় উল্লিখিত প্রবেশ ও নির্গমনের পথ ছাড়াও ভারতের ২৪টি আন্তর্জাতিক বিমানবন্দর ও দুটি সমন্বিত চেকপোস্ট দিয়ে প্রবেশ ও নির্গমন করতে পারবেন। আন্তর্জাতিক বিমানবন্দরগুলো হলো- আহমেদাবাদ, আমসি (লক্ষ্ণৌ), অমৃতসর, বাগডোগরা, বেঙ্গালোর, কালিকট, চন্ডীগড়, চেন্নাই, কোচিন, কোয়াম্বাটর, ডাবলিমি (গোয়া), দিল্লি, গোয়াহাটি, গয়া, হায়দারাবাদ, জয়পুর, কলকাতা, ম্যাঙ্গাগালুর, মুম্বাই, নাগপুর, পুনে, ত্রিচি, ত্রিপুরা ও বারানসী। বেনাপোল-হরিদাসপুর এবং দর্শনা-গেদে চেকপোস্টও ভিসা সুবিধার অন্তর্ভুক্ত। প্রসঙ্গত, এর আগে বাংলাদেশিদের শুধু ভিসায় উল্লেখ করা চোকপোস্ট দিয়েই ভারতে যাতায়াতের সুযোগ ছিল। রাইজিংবিডি/ঢাকা/২৫ জুলাই ২০১৭/হাসান/রফিক