জাতীয়

মাদকবিরোধী মনোভাব গড়ে তুলুন : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাদকের ভয়াবহতা তুলে ধরতে হবে। এজন্য বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা  পালন করতে পারে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকে মাদকবিরোধী মনোভাব গড়ে তোলার আহ্বান জানান। বুধবার দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবসের অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, ‘যুব সমাজসহ সবাইকে রক্ষায় ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। নামাজের আগে মাদকের কুফল সম্পর্কে মুসল্লিদের বলতে হবে। শ্রেণিকক্ষে ক্লাসের আগে মাদকের নেতিবাচক প্রভাব সম্পর্কে শিক্ষকরা শিক্ষার্থীদের জানাবেন। মাদকবিরোধী মনোভাব গড়ে তুলুন। মাদকের ভয়াবহতা সম্পর্কে সমাজের মানুষকে বলতে হবে। মাদকের ভয়াল গ্রাস থেকে যুব সমাজসহ সবাইকে রক্ষা করা সবার দায়িত্ব।’ গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘আপনারা এ ব্যাপারে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারেন। এর ভয়াবহতা মিডিয়ায় প্রচার করলে অনেকেই জানতে পারেন। এজন্য আরো বেশি বেশি মাদক সংশ্লিষ্ট নেতিবাচক প্রতিবেদন করলে সমাজ বা দেশও উপকৃত হয়।’ রাইজিংবিডি/ঢাকা/২৬ জুলাই ২০১৭/মাকসুদ/সাইফ