জাতীয়

এমপিওভুক্ত শিক্ষকদের জুন মাসের বেতন ছাড়

সচিবালয় প্রতিবেদক : বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন-ভাতার সরকারি অংশের ৮টি চেক সংশ্লিষ্ট ব্যাংকে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাউশির সাধারণ প্রশাসন শাখার উপপরিচালক মো. শফিকুল ইসলাম সিদ্দিকি বৃহস্পতিবার রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। আগামী ৩০ জুলাই পর্যন্ত শিক্ষক-কর্মচারীরা তাদের নিজ নিজ ব্যাংকের হিসাব নম্বরের মাধ্যমে বেতন-ভাতার টাকা তুলতে পারবেন। মাউশির উপপরিচালক আরো জানান, যেসব শিক্ষক-কর্মচারী মার্চ মাসের বেতন-ভাতার এমপিও কপি-ভাউচার সংশ্লিষ্ট ব্যাংকে নির্ধারিত সময়ের মধ্যে না পৌঁছানোর কারণে অথবা অন্য কোনো কারণে বেতন-ভাতাদি তুলতে পারেননি, তারাও চলতি মাসের নির্ধারিত ওই সময়ের মধ্যে তুলতে পারবেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ জুলাই ২০১৭/হাসান/ইভা