জাতীয়

\`নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে\`

নিজস্ব প্রতিবেদক : নারী নির্যাতন প্রতিরোধই যথেষ্ট নয়, পরিবার ও সমাজে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।  বৃহস্পতিবার  সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে ডিজিটাল সম্মেলনে টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা তথ্য অফিসারের সঙ্গে ভিডিও কনফারেন্সে তথ্যসচিব মরতুজা আহমদ এ কথা বলেন।  তিনি প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের অংশ নারী ক্ষমতায়নের পদক্ষেপগুলো সচল রাখার নির্দেশ দেন। প্রশাসন, মহিলা বিষয়ক ও পুলিশ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে সমগ্র জেলায় এ বিষয়ে ব্যাপক সচেতনতা সৃষ্টির পদক্ষেপ নেওয়ার জন্য তথ্য অফিসারকে নির্দেশ দেন। অতিরিক্ত সচিব রোকসানা মালেক, যুগ্মসচিব ইব্রাহিম খলিল, আয়োজক সংস্থা গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো: জাকির হোসেন, তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মীর আকরাম উদ্দীন আহম্মদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। অপরদিকে  টাঙ্গাইল জেলা প্রশাসক খান মো: নূরুল আমিন ও জেলা তথ্য অফিসার কাজী গোলাম আহাদের সঙ্গে দুই দপ্তরের কর্মকর্তারা যোগ দেন। রাইজিংবিডি/ঢাকা/১০ আগস্ট ২০১৭/আসাদ/শাহনেওয়াজ