জাতীয়

মামলার জট দূর করতে কাজ করছে সরকার

নিজস্ব প্রতিবেদক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিশাল মামলার জট দূর করে বিচারিক কার্যক্রম দ্রুত করতে সরকার সব ধরনের উদ্যোগই নিচ্ছে। এর একটি হচ্ছে, নতুন বিচারক নিয়োগ। সরকার নানাভাবে বিচারক শূন্যতা দূর করছে। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অবসরের কারণে শূন্য হওয়া বিচারকের পদ পূরণ ও নতুন বিচারক তৈরিতে সরকারের পদক্ষেপ সব সময়ই চলমান বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ‘বিচারকের যেন কখনোই শূন্যতা না দেখা দেয়, সেজন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ’ দেশের সকল আদালতকে ডিজিটালাইজড করার কাজ চলছে। আগামী বছরের মধ্যে দৃশ্যমান হয়ে এর সুফল দেখা যাবে বলে জানান তিনি। মন্ত্রী আরো বলেন, ‘আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করছি। ৫৭ ধারার অপরাধকে স্পষ্ট করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে অন্তর্ভুক্ত করা হচ্ছে।’ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোরসালীন নোমানী। রাইজিংবিডি/ঢাকা/১৩ আগস্ট ২০১৭/ইয়ামিন/ইভা