জাতীয়

ইউনেস্কো জাতীয় কমিশনের ই-ফাইলিং কার্যক্রম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন (বিএনসিইউ) ভবনের ৪র্থ তলায় অবস্থিত বিএনসিইউ এর সম্মেলন কক্ষে বিএনসিইউ ও প্রধানমন্ত্রীর কার্যালয় এটুআই এর সার্বিক সহযোগিতায় বিএনসিইউ’র ই-ফাইল (নথি) কার্যক্রম শুরু হয়েছে। রোববার রাজধানীর পলাশী-নীলক্ষেতে ইউনেস্কো ভবনে শিক্ষামন্ত্রী ও বিএনসিইউ চেয়ারম্যান নুরুল ইসলাম নাহিদ এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব ও বিএনসিইউ মহাসচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আলমগীর এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনসিইউর সচিব মো. মনজুর হোসেন। লাইভ কার্যক্রমে সম্পৃক্ত হওয়া উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকারি অফিসগুলোতে তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির ব্যবহারে স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি পাবে। বিএনসিইউ ই-ফাইলিং কার্যক্রম শুরু করায় তিনি সকল কর্মকর্তা কর্মচারী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। রাইজিংবিডি/ঢাকা/১৩ আগস্ট ২০১৭/হাসান/সাইফ