জাতীয়

ঢাকার নিম্ন আদালতের বিচারকদের শোক দিবস পালন

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নিম্ন আদালতের সব পর্যায়ের বিচারকবৃন্দ (জেলা জজ, বিশেষ জজ ও বিশেষ ট্রাইব্যুনাল, সিএমএম ও সিজেএম আদালত) জাতীয় শোক দিবস পালন করেছেন। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত ভবনের জগন্নাথ-সোহেল স্মৃতি মিলনায়তনে শোক দিবস পালন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসের ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান। সভাপতির বক্তব্যে এস এম কুদ্দুস জামান বলেন, বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তান স্বাধীন করেননি, তিনি বাঙালি জাতীয়তাবাদে উজ্জীবিত হয়ে অসাম্প্রদায়িক চেতনায় মানুষকে উদ্বুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছেন। বাংলাদেশ নামটিও তারই দেওয়া। জিন্নাহ ও নেহেরুরা যা পারেননি তা বঙ্গবন্ধু পেরেছেন। তারা সাম্প্রদায়িক চেতনায় ভারত-পাকিস্তান ভাগ করেছিলেন। কিন্তু শেখ মুজিব অসাম্প্রদায়িক ছিলেন। তিনি অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্ম দিয়েছেন। অসাম্প্রদায়িক বাংলাদেশ যারা মেনে নিতে পারেননি, ’৭১ এর সেই পরাজিত শক্তি যারা মনে-প্রাণে সাম্প্রদায়িক পাকিস্তানকে লালন করতেন, তারাই বঙ্গবন্ধুকে হত্যা করে। তিনি আরো বলেন, ইনডেমনিটি অধ্যাদেশ বাতিলের পর বিচার বিভাগ বঙ্গবন্ধু হত্যার বিচার করতে সক্ষম হয়েছে, জাতিকে কলঙ্কমুক্ত করেছে। এ সময় বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারক প্রয়াত কাজী গোলাম রসুলকে স্মরণ করেন তিনি। অন্য বক্তারা বলেন, গত বছরের আগে পর্যন্ত আমাদের (বিচারক) কথা বলার কোনো সুযোগ ছিল না। আমাদের বুক ফাটলেও একটি কথাও বলতে পারিনি। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ যে, গত বছর থেকে আমাদের কথা বলার সুযোগ করে দিয়েছেন। তারা বলেন, আমরা আজ এ ভেবে গর্ববোধ করি যে, আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার করতে পেরেছি। আমরা জাতিকে কলঙ্কমুক্ত করতে পেরেছি। আমাদের বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে বিচারকাজ করতে হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা, বিভাগীয় স্পেশাল জজ এম আতোয়ার রহমান, জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক শহীদুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেসমিন আরা বেগম, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান খান বাচ্চু, মেট্রো বারের সভাপতি জাহেদুল ইসলাম, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) শেখ হাফিজুর রহমান, ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহিদুল কবির, যুগ্ম জেলা ও দায়রা জজ সাউদ হাসান, যুগ্ম মহানগর দায়রা জজ এরফান উল্লাহ, স্পেশাল ম্যাজিস্ট্রেট বেগম সাবিনা ইয়াসমিন, মাহবুব সোবহানী, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফসানা আবেদীন। অনুষ্ঠানে শতাধিক বিচারক উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ শাহাদাৎবরণকারী সব শহীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। রাইজিংবিডি/ঢাকা/১৫ আগস্ট ২০১৭/মামুন খান/রফিক