জাতীয়

‘বঙ্গবন্ধু ছিলেন বলেই স্বাধীনতা পেয়েছি’

নিজস্ব প্রতিবেদক : ‘জাতির ইতিহাসে ১৫ আগস্ট কঠিন এক দিন। যেদিন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তবুও আজ একটা কথাই চিরন্তন- বঙ্গবন্ধু ছিলেন বলেই স্বাধীনতা পেয়েছি। তিনি ছিলেন বলেই বাংলাদেশের জন্ম হয়েছে।’ মঙ্গলবার গ্রিন ইউনিভার্সিটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য কবি কাজী রোজী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান, কোষাধ্যক্ষ ও ছাত্রবিষয়ক পরিচালক মো. শহীদ উল্লাহ, রেজিস্ট্রার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. মইনুল ইসলাম, অধ্যাপক এম এম খান, ডিন অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান প্রমুখ। কাজী রোজী বলেন, মাত্র কয়েক বছরে বঙ্গবন্ধু যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, বিশ্বের ইতিহাসে তা বিরল ঘটনা। শুধু তাই নয়, বর্তমানে তারই আদর্শ ধারণ করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। গোলাম সামদানী ফকির বলেন, শোক সভায় বঙ্গবন্ধুকে নিয়ে যে উক্তিগুলো তুলে ধরা হয়েছে, সেটা আমাদের ব্যক্তিজীবনে প্রতিফলিত করলেই বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব। মইনুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু কোনো ব্যক্তি বা দলের নয়, তিনি সবার। তিনি সবার বলেই তার কথাগুলোও জনমুখী। শুধু সভা-সেমিনার নয়, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। রাইজিংবিডি/ঢাকা/১৫ আগস্ট ২০১৭/সাওন/রফিক