জাতীয়

ট্রাফিক আইন লঙ্ঘন করলেই ব্যবস্থা : ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে কেউ ট্রাফিক আইন লঙ্ঘন করলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর ‍পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে ‘শব্দদূষণ ও হাইড্রোলিক হর্ন বন্ধে করণীয়’ শীর্ষক সাংবাদিক সম্মেলন তিনি এ কথা জানান। আছাদুজ্জামান মিয়া বলেন, বিনয়ের সঙ্গে বলছি, পরিস্থিতি যাই হোক না কেন ট্রাফিক আইন ভায়োলেশন, উল্টোপথে গাড়ি চালানো, সিগন্যাল ভঙ্গ ও অবৈধভাবে পার্কিং করলে ট্রাফিক পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ঢাকা ট্রাফিক ব্যবস্থা উন্নয়নে সময় লাগবে, উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, আমাদের ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। সেভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের সময় দেন। গত এক বছরে অনক অগ্রগতি হয়েছে। আগামীতে ট্রাফিক আইন ভঙ্গের অপতৎপরতা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। রাইজিংবিডি/ঢাকা/১৬ আগস্ট ২০১৭/নূর/রফিক