জাতীয়

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে শোক দিবস পালন

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। বুধবার সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে এই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ আমাদের মধ্যে নেই, কিন্তু স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার জন্য তার প্রদর্শিত পথ ও আদর্শেই এগিয়ে যাবে বাংলাদেশ। পরে বঙ্গবন্ধু ও তার পরিবার এবং সব শহীদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আসাদুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। রাইজিংবিডি/ঢাকা/১৬ আগস্ট ২০১৭/আসাদ/সাইফ