জাতীয়

পর্যবেক্ষকের দায়িত্ব পালন করতে চায় ইলেকট্রনিক মিডিয়া

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ইলেকট্রনিক মিডিয়াগুলো নির্বাচনী পর্যবেক্ষকের দায়িত্ব পালন করতে চায় বলে নির্বাচন কমিশনকে (ইসি) প্রস্তাব দিয়েছেন গণমাধ্যম প্রতিনিধিরা। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে ইসির দ্বিতীয় দফার সংলাপে গণমাধ্যম প্রতিনিধিরা এ প্রস্তাব দেন। আজ সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ সংলাপ শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা এতে সভাপতিত্ব করছেন। সংলাপ চলাকালীন সময়ে মতামত দিয়ে বের হয়ে আসেন একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু। পরে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান। মোজাম্মেল বাবু বলেন, ‘ইলেকট্রনিক মিডিয়াগুলো নির্বাচনে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করতে চায়। ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা সবাই এ বিষয়ে একমত। ৪০ হাজার বুথে আমরা ৩০টি চ্যালেন ভাগাভাগি করে ৪০ হাজার কেন্দ্রেই ক্যামেরাসহ আমাদের প্রতিনিধি রাখার প্রস্তাব দিয়েছি। এ ছাড়া নির্বাচনের ফল তাৎক্ষিকভাবে ইসির ওয়েবসাইটে প্রকাশ করার প্রস্তাব করা হয়েছে।’ তিনি বলেন, ‘নির্বাচনে প্রধান স্টেক হোল্ডার হচ্ছেন ভোটার। রাজনৈতিক দলগুলো হচ্ছে প্লেয়ার আর ইসি হচ্ছে রেফারি। তাই রাজনৈতিক দলগুলো নিয়ন্ত্রণ করার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন করতে পারবে কমিশন।’ নির্বাচন একটি উৎসব উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণের অংশগ্রহণের মাধ্যমে এ উৎসবের স্বার্থকতা। আমরা চাই নির্বাচনে যেন সব দল অংশগ্রহণ করে।’ একাত্তর টিভির প্রধান সম্পাদক বলেন, ‘নির্বাচনে সেনাবাহিনীকে ব্যবহার না করতে অনেকেই মত দিয়েছেন। তবে কমিশন চাইলে সেনা কেন যেকোনো বাহিনীকে ব্যবহার করতে পারে।’

       

রাইজিংবিডি/ঢাকা/১৭ আগস্ট ২০১৭/হাসিবুল/ইভা