জাতীয়

শ্রমিকদের ওপর হামলার বিচারের দাবি

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কালিয়াকৈর থানাধীন গার্মেন্টস কারখানা হেসং করপোরেশন (বিডি) লিমিটেডের  সামনে শ্রমিকদের কর্মসূচিতে কারখানার মালিক পক্ষ থেকে হামলা করা হয় বলে অভিযোগ করা হয়। ওই হামলার প্রতিবাদে কারখানার মালিকসহ হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটি আয়োজিত এক সমাবেশে তারা এ দাবি জানান। এ সময় বক্তারা বলেন, ২১৮ জন শ্রমিকের চলতি বছরের মার্চ থেকে জুন মাস পর্যন্ত বকেয়া বেতন ভাতা ও আইনানুগ পাওনাদি পরিশোধের দাবিতে কারখানার সামনে শ্রমিকদের অবস্থান কর্মসূচিতে কারখানার মালিক, জিএমের মদদে ভাড়াটিয়া সন্ত্রাসীদের হামলায় জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আরিফা আক্তার, সহ সভাপতি শাফিয়া পারভিনসহ ৫০ থেকে ৬০ জন শ্রমিক আহত হন। তারা এখনও গাজীপুর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি আছেন। সমাবেশে বক্তারা শ্রমিকদের পাওনাদি পরিশোধের ব্যবস্থা গ্রহণে সরকার ও বিজিএমইএ প্রতি অনুরোধ জানান। সংগঠনের সহ সভাপতি ফারুক খানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম, কবির হোসেন প্রমুখ। রাইজিংবিডি/ঢাকা/১৭ আগস্ট ২০১৭/নাসির/ইভা