জাতীয়

বন‌্যার্তদের তহবিলে দুদক কর্মকর্তাদের একদিনের বেতন

নিজস্ব প্রতিবেদক : বন‌্যার্ত মানুষের জন‌্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ তিন লাখ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে। রোববার কমিশনের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী ওই তিন লাখ টাকার পেমেন্ট অর্ডার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবের নিকট হস্তান্তর করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য রাইজিংবিডিকে বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, দেশের বিভিন্ন জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কথা চিন্তা করে কমিশনের কর্মকর্তাদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিপ্তরের তথ্যানুযায়ী, উজানে ভারী বৃষ্টির কারণে চলমান বন্যায় প্লাবিত হয়েছে ২৭ জেলার ১৩৩ উপজেলা ও ৪৩ পৌরসভা। শুক্রবার পর্যন্ত দেশের এক-তৃতীয়াংশ এলাকা প্লাবিত হয়ে অর্ধকোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এক সপ্তাহে মৃত্যু হয়েছে ৮০ জনের। এ পর্যন্ত ৬ লাখ ১৮ হাজার ৭০৯ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। রাইজিংবিডি/ঢাকা/২০ আগস্ট ২০১৭/এম এ রহমান/সাইফ