জাতীয়

‘জঙ্গিবাদে জামায়াত-শিবির জড়িত’

নিজস্ব প্রতিবেদক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘জঙ্গিবাদের সঙ্গে জামায়াত-শিবির জড়িত। তবে আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিয়ন্ত্রণে এনেছে।’ সোমবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) এক বিতর্ক অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন। আইজিপি আরো বলেন, ‘সমাজ থেকে জঙ্গিবাদ নির্মূলে সামাজিক ও রাজনৈতিক উভয় অঙ্গীকারই প্রয়োজন। হলি আর্টিজান হামলার পর পুলিশ জঙ্গিবিরোধী ২৩টি অভিযান পরিচালনা করে। জঙ্গিবাদ দমনে বাংলাদেশ পুলিশের অনবদ্য অবদান রয়েছে। পুলিশের তৎপরতায় জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে, নির্মূল হয়নি। জঙ্গিবাদে কারা জড়িত তা স্পষ্ট হয়েছে।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শহীদুল হক বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার তদন্ত ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হয়েছিল। এ কারণে বারবার তদন্ত হয়েছে। পুলিশ নিরপেক্ষ তদন্ত করে আদালতে চার্জশিটও দিয়েছে।’ এর আগে তিনি ‘জঙ্গিবাদ প্রতিরোধে সামাজিক অঙ্গীকারের ভূমিকা’শীর্ষক এক বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। রাইজিংবিডি/ঢাকা/২১ আগস্ট ২০১৭/মাকসুদ/রফিক