জাতীয়

পশুর হাটে টাকা লেনদেনে সহায়তা দেবে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু ক্রয়-বিক্রয়, ব্যবসা-বাণিজ্য তথা অর্থের লেনদন হয়। এ সময় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বিপুল পরিমাণ টাকা লেনদেন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এস্কর্টের সুবিধা নিতে পারবেন। সোমবার বিকেলে ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান মো. মাসুদুর রহসান জানান, ‘মূলত অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে পুলিশ এস্কর্ট প্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যানবাহনের সংস্থান করতে হবে। সেক্ষেত্রে পুলিশ কন্ট্রোলরুমের ৯৫৫৯৯৩৩, ৯৫৫১১৮৮ ৯৫১৪৪০০, ০১৭১৩-৩৯৮৩১১ নম্বরে যোগাযোগ করে সেবা নিতে পারবে।’ রাইজিংবিডি/ঢাকা/২১ আগস্ট ২০১৭/মাকসুদ/সাইফ