জাতীয়

কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মহাখালীর কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হয়েছে। সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩,৬৮৬ ব্যান্ডেল টিন দেয়। এছাড়া ২,২৮৭ জন শিক্ষার্থীকে দুই হাজার পাঁচশ টাকা করে নগদ শিক্ষা সহায়তা অনুদান এবং একটি করে স্কুলব্যাগ বিতরণ করে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের ব্যক্তিগত উদ্যোগ এবং নির্দেশনায় ইউএনডিপি এবং ব্র্যাকের যৌথ উদ্যোগে সহায়তা অনুষ্ঠান করা হয়। চলতি বছরের ১৬ মার্চ আগুন লেগে প্রায় ৪,৫০০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। কড়াইল এরশাদ স্কুলমাঠে আর্থিক সহায়তা এবং টিন বিতরণ অনুষ্ঠানে ঢাকা-১১ আসনের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো. মফিজুর রহমান। অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেসবাহুল ইসলাম এবং ইউএনডিপি ও ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাইজিংবিডি/ঢাকা/২১ আগস্ট ২০১৭/সাওন/মুশফিক