জাতীয়

নায়করাজের মৃত্যুতে প্রবাসী কল্যাণমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনের কিংবদন্তী অভিনেতা নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ এক শোকবার্তায় মন্ত্রী বলেন, বাংলাদেশের শক্তিশালী অভিনেতা, পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অন্যান্য পুরস্কারে ভূষিত নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ অভিনেতাকে হারাল। তিনি বাংলা চলচ্চিত্র পরিচালনার ক্ষেত্রেও তার মেধা ও সৃজনশীলতার স্বাক্ষর রেখেছেন। তার মৃত্যু দেশের চলচ্চিত্র শিল্পের জন্য একটি অপূরণীয় ক্ষতি। এদেশের কৃতি সন্তান প্রবাদপ্রতীম এ অভিনেতার জনপ্রিয়তার কথা স্মরণ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বলেন, বাংলা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নায়করাজ আপামর জনগণের হৃদয়ে রূপকথার নায়কের মতোই স্থান করে নিয়েছিলেন। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধভিত্তিক ‘জীবন থেকে নেয়া’ চলচ্চিত্রে তার অভিনয় এদেশের মানুষকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণে অনুপ্রাণিত করেছিল। প্রবাসী কল্যাণমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এ ছাড়াও কিংবদন্তী চলচ্চিত্র অভিনেতা নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. নমিতা হালদার, এনডিসি গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। রাইজিংবিডি/ঢাকা/২২ আগস্ট ২০১৭/হাসিবুল/এসএন