জাতীয়

হজ করতে সৌদিতে এরশাদ

জ্যেষ্ঠ প্রতিবেদক : সৌদি বাদশাহর আমন্ত্রণে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব পৌঁছেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। রোববার ভোর ৬টায় সৌদি এয়ারলাইন্স যোগে জেদ্দার উদ্দেশ্যে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। এ সময় তাকে বিমানবন্দরে বিদায় জানান জাপার প্রেসিডিয়াম সদস্য আবুল কাসেম, সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, শ্রমপ্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এসএম ফয়সল চিশতী, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু। জানা গেছে, পবিত্র হজ পালন শেষে দেশে ফিরবেন এরশাদ। পবিত্র হজ পালনের জন্য এরশাদের সঙ্গে সৌদি আরব গেছেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, তার স্ত্রী দলের প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রত্না হাওলাদার ও মেজর (অব.) খালেদ আখতার। রাইজিংবিডি/ঢাকা/২৭ আগস্ট ২০১৭/নঈমুদ্দীন/সাইফ