জাতীয়

ঈদ জামাত কখন কোথায়

ডেস্ক রিপোর্ট : যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে শনিবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে। রাজধানীতে এবার ৪০৯টি স্থানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। দেশের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে। এ ছাড়া চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। রাজধানীতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় জাতীয় ঈদগাহ ময়দানের প্রধান জামাতসহ ২২৯টি জামাতের আয়োজন করা হয়েছে। এ সিটি করপোরেশনের ৫৭ ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে চারটি করে জামাত অনুষ্ঠিত হবে। উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে ১৮০টি জামাত । এ সিটি করপোরেশনের ৩৬ ওয়ার্ডের প্রতিটিতে পাঁচটি করে জামাতের ব্যবস্থা করা হয়েছে। প্রধান জামাত : দেশের প্রধান ঈদ জামাত জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে সকাল ৮টায় । এতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। বিকল্প ইমাম হিসেবে উপস্থিত থাকবেন ঢাকার মিরপুরের জামেয়া আরাবিয়া’র শায়খুল হাদীস মাওলানা সৈয়দ ওয়াহিদুজ্জামান। এদিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টা, দ্বিতীয় জামাত সকাল ৮টা, তৃতীয় জামাত সকাল ৯টা, চতুর্থ জামাত সকাল ১০টা এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল সাড়ে ৭টায়  অনুষ্ঠিত হবে ঈদের নামাজ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টা ও দ্বিতীয় জামাত ৯টায়। এ ছাড়া সকাল ৮টায় সলিমুল্লাহ মুসলিম হল মেইন গেট সংলগ্ন মাঠ ও শহীদুল্লাহ হল লনে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে ৭টায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মাঠ, এলিফ্যান্ট রোডের অ্যারোপ্লেন মসজিদ, মিরপুর ১২ নম্বরে হারুন মোল্লা ঈদগাহ পার্ক, মধ্য বাড্ডা পুকুরপাড় জামে মসজিদ, পশ্চিম আগারগাঁওয়ের দারুল ঈমান জামে মসজিদ, মোহাম্মদপুর জয়েন্ট কোয়ার্টারের মসজিদ-এ-তৈয়্যবিয়া ও মোহাম্মদপুর কৃষি বাজার তাহেরিয়া জামে মসজিদে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। সকাল পৌনে ৮টায় ঈদ জামাত হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জামে মসজিদে; যাত্রাবাড়ীর বায়তুল জান্নাত জামে মসজিদে জামাত হবে সকাল ৯টায়। রাজধানীর কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে সাড়ে ৭টা, সাড়ে ৮টা এবং সোয়া ৯টায় তিনটি জামাত হবে। কামরাঙ্গীরচর কেন্দ্রীয় ঈদগাহে সাড়ে ৭টা ও সাড়ে ৮টায় হবে দুটি জামাত। সকাল ৭টায় মীরবাড়ি আদি জামে মসজিদে; সোয়া ৭টায় খিলগাঁও পল্লীমা সংসদ ময়দান, পল্লবী ডি-ব্লক ঈদগাহ মাঠ এবং আবুজর গিফারী কলেজ মাঠে ঈদ জামাত হবে। এ ছাড়া নারিন্দার মশুরীখোলা দরবার শরীফ জামে মসজিদ, ধানমন্ডি ঈদগাহ ময়দান, বনানী কেন্দ্রীয় জামে মসজিদ, সিদ্ধেশ্বরী হাই স্কুল জামে মসজিদ, লক্ষ্মীবাজার নূরানী জামে মসজিদ, নীলক্ষেত বাবুপুরা শাহ সাহেব বাড়ি মরিয়ম বিবি শাহী মসজিদে সকাল ৮টায় ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম : নগরীর ৪১টি ওয়ার্ডের ১৬২টি স্থানে এবার ঈদুল আজহার জামাতের আয়োজন করা হয়েছে বলে সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে। নগরীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে। সকাল পৌনে ৮টায় এ জামাতে ইমামতি করবেন ওই মসজিদের খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী। একই স্থানে সকাল পৌনে ৯টায় দ্বিতীয় ঈদ জামাতে ইমামতি করবেন একই মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা নুর মোহাম্মদ সিদ্দিকী। বন্দর নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে  আরেকটি বড় ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। এ ছাড়া নগরীর বাকলিয়ায় সিটি করপোরেশন স্টেডিয়ামে সকাল ৮টায়, লালদীঘি সিটি করপোরেশন শাহী জামে মসজিদে সকাল পৌনে ৮টায়, জালাবাদ আরেফিন নগর সিটি করপোরেশন কেন্দ্রীয় কবরস্থান মসজিদে সকাল সোয়া ৮টায় হবে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। রাজশাহী : এবার নগরীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এতে ইমামতি করবেন শাহ মখদুম জামেয়া ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মোহাম্মদ শাহাদাত আলী। তবে আবহাওয়া খারাপ থাকলে একই সময়ে শাহ মখদুম দরগা মসজিদে হবে ঈদ জামাত। এখানে একাধিক ঈদ জামাতের ব্যবস্থা করা হয়েছে। রাজশাহীতে প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায় রাজশাহী প্রযুক্তি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয় মাঠে। ঈদের দ্বিতীয় বৃহত্তম জামাত হবে নগরীর টিকাপাড়ায় (মহানগর) ঈদগাহে সকাল সোয়া ৮টায়। রংপুর : নগরীতে ঈদুল আজহার প্রধান জামাত হবে সকাল সাড়ে ৮টায় কালেক্টরেট ঈদগাহ মাঠে। তবে আবহাওয়া খারাপ থাকলে ঈদের প্রধান জামাত হবে কোর্ট জামে মসজিদে। নগরীর অন্যান্য স্থানে ঈদের জামাত সকাল ১০টার মধ্যে শেষ করার জন্য ঈদগাহ মাঠ কমিটিকে চিঠি দেওয়া হয়েছে। আবহাওয়া বিরূপ হলে মসজিদেই ঈদ জামাতের ব্যবস্থা করতে বলা হয়েছে। খুলনা : ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে নগরীর সার্কিট হাউজ ময়দানে সকাল ৮টায় । খুলনা টাউন জামে মসজিদে সকাল ৯টায় হবে দ্বিতীয় জামাত। আবহাওয়া প্রতিকূল হলে ঈদের প্রথম ও প্রধান জামাত হবে সকাল ৮টায় টাউন জামে মসজিদে। একই মসজিদে দ্বিতীয় জামাত হবে সকাল সাড়ে ৯টায় । এ ছাড়া আবহাওয়া খারাপ থাকলে সকাল সাড়ে ৮টায় খুলনা কালেক্টটের জামে মসজিদেও একটি জামাত হবে। বরিশাল : ঈদুল আজহার প্রধান জামাত হবে সকাল ৮টায় নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এতে ইমামতি করবেন স্টিমার ঘাট জামে মসজিদের খতিব মাওলানা সিহাব উদ্দিন। প্রধান জামাতে বরিশাল সিটি করপোরেশনের মেয়র, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও গন্যমান্য ব্যক্তিরা ঈদের নামাজ আদায় করবেন। বরিশাল বিভাগে সবচেয়ে বড় ঈদ জামাত হবে সকাল সাড়ে ৮টায় চরমোনাই দরবার শরীফ ময়দানে। এখানে ইমামতি করবেন চরমোনাই পীর মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মাদ রেজাউল করিম। সিলেট : নগরীর শাহী ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত হবে সকাল ৮টায়। ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা কামাল উদ্দিন। সকাল ৮টায় হযরত শাহজালাল (রহ.) দরগাহ জামে মসজিদ ও সিলেট কালেক্টরেট জামে মসজিদে দুটি জামাত অনুষ্ঠিত হবে । এ ছাড়া বন্দরবাজার হাজী কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, সকাল সাড়ে ৮টায় এবং সকাল সাড়ে ৯টায় তিনটি জামাত হবে।

ময়মনসিংহ : ময়মনসিংহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে শহরের কাচিঝুলি আঞ্জুমান ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়। একই স্থানে দ্বিতীয় জামাত হবে সকাল ৯টায়। এ ছাড়া বড় মসজিদে প্রথম জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত সকাল ৯টায়, চরপাড়া জামিয়া ইসলামিয়ায় প্রথম জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত সকাল ৯টায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে সকাল সাড়ে ৮টায়, আকুয়া মার্কাজ মসজিদে সকাল ৭টায়, পুলিশ লাইনস মাঠে সকাল সাড়ে ৮টায় ও জেলখানা জামে মসজিদে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।

রাইজিংবিডি/ঢাকা/১ সেপ্টেম্বর ২০১৭/এসএন/বকুল/এনএ