জাতীয়

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক : রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল আজহার পাঁচটি জামাত যথা সময়ে অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল ৭টা থেকে ঈদের প্রথম জামাত শুরু হয়। ১১টায় পঞ্চম জামাতের মধ্যদিয়ে শেষ হয় জাতীয় মসজিদের পাঁচটি জামাত। প্রতিটি জামাত শেষে মোনাজাতে ইমামরা মহান আল্লাহর দরবারে সবার গুনাহর মাফ চেয়ে প্রার্থনা করেন। বিশেষ করে বিশ্বের নির্যাতিত মুসলমানদের হেফাজতের জন্য আল্লাহর গায়েবি সাহায্য কামনা করেন। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত শেষ করেন তারা। বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মুহিব্বুল্লাহিল বাকি নদভী। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের মোহাদ্দিস মাওলানা ওলিউর রহমান খান। তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হয়। ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মাওলানা মোহাম্মদ আব্দুস সালাম। চতুর্থ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ। বায়তুল মোকাররমে পঞ্চম ও শেষ জামাত অনুষ্ঠিত হয় বেলা ১১টায়। ইমামতি করেন মহাখালী হোসাইনয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা নজরুল ইসলাম আল মারুফ। বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক মুসল্লি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে উপস্থিত হন। যোগ দেন নারী মুসল্লিরাও। তারাও এখানে নামাজ আদায় করেন। প্রথম ও দ্বিতীয় জামাতে মুসল্লির ঢল নামে। মসজিদ কানায় কানায় পুর্ণ হয়ে জামাত চলে যায় মসজিদের বাইরে চত্বরেও। নামাজ শেষে একে অপরের সঙ্গে বুক মিলিয়ে করেন কোলাকুলি। সব ধরনের বৈষম্য ও ‍ভেদাভেদ ভুলে মিলিত হন ভ্রাতৃত্বের বন্ধনে। পবিত্র ঈদুল আজহার জামাতকে কেন্দ্র করে সকাল থেকে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বায়তুল মোকাররম ও আশে পাশের এলাকায় মোতায়েন করা হয়। মুসল্লিদের সুবিধার্থে বায়তুল মোকাররমের সামনে রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়। মুসল্লিদের তল্লাশি করে মসজিদে প্রবেশ করানো হয়। শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। রাইজিংবিডি/ঢাকা/২ সেপ্টেম্বর ২০১৭/নঈমুদ্দীন/এসএন