জাতীয়

নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি ইসলামী ফ্রন্টের

নিজস্ব প্রতিবেদক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে রাজনৈতিক দল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। রোববার সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সংলাপে তারা এই দাবি জানান। দলটির চেয়ারম্যান মাওলানা এম এ মান্নানের নেতৃত্বে ১২ সদস্যের এক প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়। দলটির চেয়ারম্যান মাওলানা এম এ মান্নান বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করা দরকার। এ ছাড়া নির্বাচনসংক্রান্ত সব আইন বাংলায় করা, নির্বাচনী আইন সংস্কার, বিদেশে অবস্থানরত সব বৈধ ব্যক্তিদের ভোটাধিকারের সুযোগ দেওয়া, নারীদের প্রত্যেক রাজনৈতিক দলের নির্বাহী কমিটির নির্দিষ্ট সীমিত কোটায় না রেখে প্রত্যেক রাজনৈতিক দলের অংশ কিংবা সহযোগী সংগঠন গঠন করে স্বাধীনতাভাবে রাজনীতি করার সুযোগ দেওয়ার দাবি জানান তারা। এদিকে বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে সংলাপে বসবে ইসি। সংলাপে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা সভাপতিত্ব করেন। এ সময় অন্যান্য কমিশনার, ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাইজিংবিডি/ঢাকা/১০ সেপ্টেম্বর ২০১৭/হাসিবুল/এসএন