জাতীয়

আট মাসে সড়কে ঝরেছে ৩০০০ প্রাণ

নিজস্ব প্রতিবেদক : সড়ক দুর্ঘটনায় গত আট মাসে সারা দেশে প্রায় তিন হাজার মানুষ নিহত ও সাড়ে ৬ হাজার আহত হয়েছেন। প্রায় আড়াই হাজার সড়ক দুর্ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটেছে। চলতি বছরে শুরু থেকে আগস্ট পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন সড়ক, মহাসড়ক ও আঞ্চলিক সড়কে এসব হতাহতের খোঁজ রেখেছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। এর পরিপ্রেক্ষিতে সোমবার এসব তথ্য প্রকাশ করে সংগঠনটি। এ ছাড়া এই আট মাসে সড়ক দুর্ঘটনার একটি পর্যবেক্ষণও প্রকাশ করেছে সংগঠনটি। সেখানে তারা দাবি করেছে, জানুয়ারি থেকে মে পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনা বেশি ঘটেছে। তবে সর্বশেষ তিন মাসে এর হার কিছুটা কম রয়েছে। এর মধ্যে ফেব্রুয়ারিতে সর্বোচ্চসংখ্যক ৩৭২টি সড়ক দুর্ঘটনায় ৫৮ শিশুসহ ৪৭২ জনের প্রাণহানি ঘটে। আর এই আট মাসে সর্বনিম্ন সড়ক দুর্ঘটনা ঘটেছে অগস্ট মাসে। এই মাসে ২১৭টি দুর্ঘটনায় ৩১ শিশুসহ ২৭৯ জন নিহত হয়েছেন। তা ছাড়া জানুয়ারিতে ৩৫০টি দুর্ঘটনায় ৫৫ শিশুসহ ৪১৬ জন, মার্চে ৩৩০ দুর্ঘটনায় ৫৪ শিশুসহ ৩৬২, এপ্রিলে ৩২০ দুর্ঘটনায় ৪৮ শিশুসহ ৩৪৯ জন, মে মাসে ৩৪৬ দুর্ঘটনায় ৫৮ শিশুসহ ৪১০ জন, জুনে ২৬৫ দুর্ঘটনায় ৪২ শিশুসহ ৩৩৩ জন এবং জুলাইয়ে ২১৯ দুর্ঘটনায় ৩৫ শিশুসহ ২৭৯ জন নিহত হয়েছেন। জাতীয় কমিটির সাধারণ সম্পাদক আশীষ কুমার দে জানিয়েছেন এসব দুর্ঘটনায় তারা ৭টি কারণ চিহ্নিত করেছেন। এর মধ্যে রয়েছে- বেপরোয়া গতিতে গাড়ি চালানো, ওভারলোডিং ও ওভারটেকিংয়ের সময় নিয়ম ভাঙা, বিরামহীনভাবে গাড়ি চালানো, ট্রাফিক আইন যথাযথভাবে অনুসরণ না করা, ঝুঁকিপূর্ণ বাঁক ও সড়কের বেহাল দশা, ত্রুটিপূর্ণ গাড়ি চলাচল বন্ধে আইনের যথাযথ প্রয়োগের অভাব এবং অদক্ষ ও লাইসেন্সবিহীন চালক নিয়োগ।

   

রাইজিংবিডি/ঢাকা/১১ সেপ্টেম্বর ২০১৭/নূর/সাইফ