জাতীয়

মিয়ানমারকে চাপ দিতে বিশ্বনেতাদের প্রতি বাণিজ্যমন্ত্রীর আহ্বান

সচিবালয় প্রতিবেদক : রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতন বন্ধসহ তাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ দিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি) কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডি জে ওয়ার্নারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন,  বর্তমানে বাংলাদেশে তিন লাখের বেশি রোহিঙ্গা এসেছে। বাংলাদেশে আগে থেকেই ৬ লাখ ২৫ হাজার রোহিঙ্গা রয়েছে। এরপরও রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দিচ্ছি। বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন কিংবা যুদ্ধ করে নয়, কূটনৈতিক তৎপরতার মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান করবে সরকার।  তিনি বলেন, আমাদের মানবতা আছে। এ কারণেই আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি, সব ধরনের সহযোগিতা দিচ্ছে। ১৬ কোটির বাংলাদেশে আরো তিন লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি। এর কারণ শরণার্থীদের দুঃখ-কষ্ট আমরা বুঝি। ১৯৭১ সালে আমাদের এক কোটি বাঙালি শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছিল। মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় সারাবিশ্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করছে। প্রধানমন্ত্রী মঙ্গলবার পরিস্থিতি সরেজমিনে দেখতে যাবেন। প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদে রোহিঙ্গা ইস্যু উত্থাপন করবেন। কফি আনান কমিশন যে সুপারিশ করেছে, সেটি বিবেচনায় নিলেই এ গণহত্যা বন্ধ হবে বলে জানান তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি রোহিঙ্গা ইস্যু নিয়েও তারা রাজনীতি করছেন। নেগেটিভ মনোভাবের কারণেই বিএনপিকে মানুষ প্রত্যাখ্যান করেছে।

   

রাইজিংবিডি/ঢাকা/১১ সেপ্টেম্বর ২০১৭/আসাদ/মুশফিক