জাতীয়

রাখাইনে রোহিঙ্গাদের নিরাপত্তায় ব্যবস্থা গ্রহণের দাবি

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের তত্ত্বাবধানে শান্তিরক্ষী বাহিনীর মাধ্যমে রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠির বসবাসে নিরাপত্তা বিধান করার দাবি জানিয়েছে বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদ। তারা আরো দাবি জানায়, মিয়ানমার সরকার আন্তর্জাতিক রীতিনীতি উপেক্ষা করে রাখাইন রাজ্যে বসবাসরত রোহিঙ্গা জনগোষ্ঠিকে নির্মূল করতে যে গণহত্যা অভিযান পরিচালনা করছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে। বিতাড়িত রোহিঙ্গা জনগোষ্ঠিকে নিজ দেশে ফিরিয়ে নিতে হবে। মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপে চেয়ে এসব দাবি জানানো হয়েছে। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদ মানববন্ধন করে এ দাবি জানায়। নিজেদের পুনর্বাসনের প্রসঙ্গ তুলে মানববন্ধনে হকার নেতারা বলেন, হকার পুনর্বাসনের জাতীয় নীতিমালা প্রণয়ন করে অবিলম্বে উচ্ছেদকৃত হকারদের পুনর্বাসন করতে হবে। চালের মূল্য হ্রাস এবং বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির পায়তারা বন্ধের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা। হকার নেতা আবুল হোসাইনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা রাখেন সংগ্রাম পরিষদের সদস্য সচিব সেকেন্দার হায়াত, কেন্দ্রীয় নেতা আরিফ চৌধুরী, আবুল কালাম জুয়েল, আলমগীর তালুকদার, জসীম উদ্দিন, আবুল খায়ের, বিউটি আক্তার, ইমান উদ্দিন, মো. হাসান, মোহাম্মদ আলী প্রমুখ।

   

রাইজিংবিডি/ঢাকা/১৯ সেপ্টেম্বর ২০১৭/সাওন/সাইফুল