জাতীয়

ডিসেম্বরের মধ্যেই ফোর জি সুবিধা

সচিবালয় প্রতিবেদক : আগামী ডিসেম্বরের মধ্যেই ফোর জি (চতুর্থ প্রজন্ম) ‍সুবিধা দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। বুধবার সবিচালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে তারানা হালিম সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, ‘ইতোমধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) ফোর-জি গাইডলাইন তৈরি করেছে। অপারেটরগুলোও নিজ নিজ ক্ষেত্রে ইতোমধ্যে সফলভাবে ট্রায়াল রান করেছে।’ তারানা হালিম বলেন, ‘ফোর জি নিলামের মাধ্যমে সরকারের কমপক্ষে ১১ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হবে।’ তিনি বলেন, ‘মোবাইল ফোন অপারেটররা ফোর জি চালু করার জন্য উৎসাহিত ও প্রস্তুত রয়েছে। নভেম্বরের শেষের দিকে আমরা ফোর জির নিলাম শেষ করতে পারব বলে আশা করছি।’

   

রাইজিংবিডি/ঢাকা/২০ সেপ্টেম্বর ২০১৭/নঈমুদ্দীন/হাসান/সাইফুল