জাতীয়

প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা খবরের কোনো সত্যতা নেই

সচিবালয়  প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যায় জঙ্গিদের একটি চক্রান্ত বানচাল করা হয়েছে বলে যে খবর ভারতীয় গণমাধ্যমে এসেছে, তা নাকচ করে দিয়েছেন আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, এ খবরের কোনো সত্যতা নেই। রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করা হয়েছিল- ভারতীয় একটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ সংক্রান্ত কোনো তথ্য আগে থেকে ছিল কিনা সে ব্যাপারে জানতে চাইলে শিল্পমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা সংক্রান্ত কোনো তথ্য আমাদের কাছে নেই, কোনো সত্যতাও নেই। তাই এ বিষয়ে আজকের বৈঠকে কোনো আলোচনা হয়নি। সভায় সভাপতিত্ব করেন আমির হোসেন আমু। এ সময় আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রমুখ উপস্থিত ছিলেন। রাইজিংবিডি/ঢাকা/২৪ সেপ্টেম্বর ২০১৭/আসাদ/মুশফিক