জাতীয়

নিরীহ মানুষের রক্তে লাল নাফ নদী

নিজস্ব প্রতিবেদক : সারা পৃথিবীর মানবতাবাদীদের প্রতিবাদ উপেক্ষা করে অং সান সু চি এখনো মিয়ানমারে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছেন বলে দাবি করেছে বাংলাদেশ মানবাধিকার আন্দোলন। সংগঠনটি বলে, রাখাইন রাজ্য এখন জনশূন্য, সবুজ ভূমি এখন রক্তাক্ত, নাফ নদীর পানি নিরীহ মানুষের রক্তে লাল হয়ে উঠেছে। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে আয়োজিত মানববন্ধনে এ দাবি করেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ মিয়া পাটোয়োরি। তিনি বলেন, অং সান সু চি রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর যে গণহত্যা, ধর্ষণ ও অমানবিক নির্যাতন চালাচ্ছে তা বন্ধ করতে হবে। পৃথিবীর মানবতাবাদীরা এ হত্যাযজ্ঞ বন্ধের দাবি জানালেও সেদিকে খেয়াল করছেন না তিনি। এখনো সু চি হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছেন। মানববন্ধনে সংগঠনটির সভাপতি খাজা মহিব উল্লাহ শান্তিপুরী বলেন, মিনারমারের নাগরিকরা আজ বড়ই অসহায়। সেখানে গণহত্যা, ধর্ষণ ও অমানবিক নির্যাতন চলছে। গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে। পুড়িয়ে ছাই করা হচ্ছে রোহিঙ্গা জনগোষ্ঠীকে। সব কিছু ছেড়ে জীবন বাঁচাতে রোহিঙ্গারা সীমান্ত পাড়ি দিয়ে আশ্রয় নিয়েছেন বাংলাদেশে। এই গণহত্যা বন্ধ করে রোহিঙ্গাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার আন্দোলনের যুগ্ম সিনিয়র সাধারণ সম্পাদক ওমর ফারুক।

   

রাইজিংবিডি/ঢাকা/২৬ সেপ্টেম্বর ২০১৭/ইয়ামিন/সাইফুল