জাতীয়

টাঙ্গাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক : ‘বয়স বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ান’ এই শ্লোগানে টাঙ্গাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা অধিদপ্তর ও জেলা প্রবীণ হিতৈষী সংঘের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করা হয়। এই উপলক্ষ্যে রোববার সকালে জেলা প্রবীণ হিতৈষী সংঘের কার্যালয়ের সামনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, ‘আজকের নবীনরাই আগামী দিনের প্রবীণ। প্রবীণদের সুন্দর, নিরাপদ ও সম্মানজনক জীবনযাপনের নিশ্চয়তা দেওয়া অত্যন্ত জরুরী। আর সেই লক্ষ্যে আমাদের সবার মিলেমিশে কাজ করতে হবে।’ আলোচনা সভা শেষে প্রবীণ দিবস উপলক্ষ্যে একটি আনন্দ র‌্যালী বের হয়। র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালীতে প্রবীণ হিতৈষী সংঘের ২০০ সদস্য ওয়ালটন গ্রুপের দেওয়া টি-শার্ট পড়ে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, ১৯৯০ সালে জাতিসংঘ প্রতি বছরের ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালনের সিদ্ধান্ত নেয়। এরপর থেকে প্রতিবছর এই দিনে দিবসটি পালিত হয়ে আসছে। রাইজিংবিডি/ঢাকা/১ অক্টোবর ২০১৭/আমিনুল