জাতীয়

অমীমাংসিত ইস্যুগুলো আলোচনার মাধ্যমে সমাধান হবে: অরুণ জেটলি

অর্থনৈতিক প্রতিবেদক : দুই দেশের অমীমাংসিত ইস্যুগুলো আলোচনার মাধ্যমে সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি। অরুণ জেটলি বলেন, সময় এসেছে সম্পর্ক নতুন মাত্রায় নেওয়ার এবং দুই দেশের সম্ভাবনার সর্বোচ্চটা নিশ্চিত করতে পারলে সামাজিক, অর্থনৈতিক ও সরকার পর্যায়ে এর সুফল পাওয়া যাবে। মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ ও ভারতীয় ব্যবসায়ীদের মধ্যে এক বাণিজ্য আলোচনায় এসব কথা বলেন তিনি। এ সময় ভারতের বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানিতে যেসব বাধা রয়েছে তা দূর করার মাধ্যমে উভয় দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদ বলেন, ২০১৬-১৭ অর্থবছরে সর্বশেষ দু দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি রয়েছে ৫ হাজার ৪৮৯ মার্কিন ডলার। এটি কমিয়ে আনতে হবে। আর এজন্য আমি ভারত সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। রোহিঙ্গা ইস্যু নিয়ে অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, বর্তমান রোহিঙ্গা সমস্যাটি শুধু বাংলাদেশের নয়, এটি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সমস্যা। আঞ্চলিক এ সমস্যা সমাধানে বিশ্ববাসীকে নজর দিতে হবে। অনুষ্ঠানে এফআইসিসিআই সভাপতি পংকজ পাটেল, ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা প্রমুখ উপস্থিত ছিলেন। আরো পড়ুন :

রাইজিংবিডি/ঢাকা/৩ অক্টোবর ২০১৭/নাসির/মুশফিক