জাতীয়

নিয়োগের দাবিতে সড়কে অবস্থান ধর্মঘট পালন

নিজস্ব প্রতিবেদক : ১৩তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণরা নিয়োগের দাবিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অফিসের সামনের সড়কে অবস্থান ধর্মঘট পালন করেছে। মঙ্গলবার সকাল থেকে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোড এলাকায় এনটিআরসিএ অফিসের সামনের সড়কে অবস্থান নিয়ে অবস্থান ধর্মঘট পালন করে তারা। বিক্ষোভ কর্মসূচিতে সহস্রাধিক নিয়োগপ্রত্যাশী অংশ নেন। ফলে ওই পথে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা জানান, ২০১৫ সালের নতুন গেজেট অনুযায়ী, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলে শিক্ষক পদে নিয়োগের প্রার্থী বাছাইয়ের দায়িত্ব এনটিআরসিএর। পিএসসির আদলে ত্রয়োদশ নিবন্ধন পরীক্ষা ও ফল প্রকাশ হয়েছে কয়েক মাস আগে। কিন্তু চূড়ান্তভাবে উত্তীর্ণদের নিয়োগের জন্য সুপারিশ করে পদ শূন্য থাকা প্রতিষ্ঠানে না পাঠিয়ে কর্তৃপক্ষ সময়ক্ষেপণ করছেন। তারা আরো বলেন, নিয়োগের জন্য বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হবার পরেও কোনো এক রহস্যজনক কারণে আমাদের নিয়োগ দেওয়া হচ্ছে না। এমনকি নিয়োগ না দেওয়ার কারণ সাংবাদিকদেরও জানাচ্ছে না কর্তৃপক্ষ। বাধ্য হয়েই আমরা আজকে কর্মসূচি শুরু করেছি। রাইজিংবিডি/ঢাকা/১০ অক্টোবর ২০১৭/নাসির/সাইফুল