জাতীয়

শিবচরে তাঁতপল্লী স্থাপনের পরিকল্পনা

জ্যেষ্ঠ প্রতিবেদক : পদ্মা সেতুর পাশে মাদারীপুর জেলার শিবচরে একশ একর জমির উপর তাঁতপল্লী স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। তাঁতী সমাজকে পুনর্বাসন করে তাদের সমৃদ্ধ করা হবে। যাদের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণ সম্ভব হবে। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বুধবার জাতীয় গ্রন্থাগারে শওকত ওসমান মিলনায়তনে তাঁত শিল্পের ‘অতীত-বর্তমান-ভবিষ্যত’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, ‘দেশে তাঁত বস্ত্রের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে তাঁতীদের আয় বৃদ্ধি করে প্রান্তিক তাঁতীদের কর্মসংস্থান ও জীবনযাত্রার মান বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা দিচ্ছে সরকার। বাংলাদেশের ঐতিহ্যবাহী বিশ্বখ্যাত ‘মসলিন’ কাপড় তৈরীর প্রযুক্তি পুনরুদ্ধারের লক্ষ্যে বাংলাদেশ তাঁত বোর্ড কর্তৃক ১২ কোটির বেশি টাকা ব্যয়ে একটি কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।’ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিটি ইউনিভার্সিটির সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. ফজলেহ আলী। বক্তব্য রাখেন তাঁত বোর্ডের চেয়ারম্যান জসীম উদ্দিন আহম্মেদ (অতিরিক্ত সচিব), তাঁত বোর্ডের সদস্য নিমাই চন্দ্র (যুগ্মসচিব), বাংলাদেশ তাঁতী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মো. শওকত আলী, সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নেছার উদ্দিন ও তাঁতী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সেমিনারে জানানো হয়, তাঁতীদের জন্য ক্ষুদ্রঋণ কর্মসূচি’ শীর্ষক প্রকল্পের আওতায় বিতরণকৃত টাকার অর্জিত সুদ হতে ঘূর্ণায়মান তহবিল হিসাবে ঋণ কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। এই কর্মসূচির আওতায় আগস্ট ২০১৭ পর্যন্ত ৪২,৮৬৭ জন তাঁতিকে ৬১,৩৬৯টি তাঁতের অনুকূলে ঋণ বিতরণ করা হয়েছে। বাজারের চাহিদা এবং ভোক্তার পছন্দ অনুযায়ী নতুন নতুন ডিজাইন উদ্ভাবন, উদ্ভাবিত নতুন ডিজাইনের উপর তাঁতিদেরকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষতা ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ‘তাঁত বস্ত্রের উন্নয়নে ফ্যাশন ডিজাইন, ট্রেনিং ইনস্টিটিউট এবং ১টি বেসিক সেন্টার স্থাপন’ শীর্ষক প্রকল্প গত জুন মাসে সমাপ্ত হয়েছে।   রাইজিংবিডি/ঢাকা/১১ অক্টোবর ২০১৭/নঈমুদ্দীন/শাহনেওয়াজ