জাতীয়

টিএসসিতে বিকেলে ‘কনসার্ট ফর রোহিঙ্গা’

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে অব্যাহত গণহত্যা ও নির্যাতনের শিকার হয়ে প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে এসেছে অসংখ্য রোহিঙ্গা। এসব জনগোষ্ঠীকে পূর্ণ মানবাধিকার দিয়ে দ্রুত মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার দাবিতে একটি কনসার্টের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘শিক্ষক-ছাত্র কেন্দ্র (টিএসসি)’ কেন্দ্রীক সাংস্কৃতিক সংগঠন ‘প্রভাতফেরী’। আয়োজক সংগঠনটির সাধারণ সম্পাদক সরদার মনসুর হেলাল এ তথ্য জানিয়েছন। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সড়ক দ্বীপের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। ‘কনসার্ট ফর রোহিঙ্গা’ নামে এই আয়োজনের স্লোগান নির্ধারিত হয়েছে ‘মানবাধিকার দাও, ফিরিয়ে নাও’। সংগঠনের সভাপতি আসাদুজ্জামান শিকদার বলেন, ‘আমরা রোহিঙ্গাদের দ্রুত তাদের দেশে পূর্ণ মানবাধিকারসহ ফিরিয়ে নেওয়ার দাবিতে এই আয়োজন করেছি। বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত আয়োজক সংগঠনের পরিবেশনা থাকবে। এরপর সেমিনার, বাঁশি ও সারেঙ্গী বাদন চলবে সাড়ে ৫টা পর্যন্ত।’ সারেঙ্গী বাজাবেন দেশের একমাত্র সারেঙ্গীবাদক মতিয়ার রহমান। পরে বিশ্ববিদ্যালয়ভিত্তিক ব্যান্ড দল ‘ওয়েব’, ‘মানব’ ও ‘কৃষ্ণপক্ষ’ কনসার্টে গান করবে। রাইজিংবিডি/ঢাকা/১৪ অক্টোবর ২০১৭/হাসান/সাইফুল