জাতীয়

আইনমন্ত্রীর ব্রিফিং রোববার সাড়ে ১১টায়

নিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন আইনমন্ত্রী আনিসুল হক। আগামীকাল রোববার বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। শনিবার বিকেলে আইন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সকালে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, আমি আজ আলাদা করে কিছু বলব  না। রোববার  আনুষ্ঠানিক ব্রিফিং হবে। প্রসঙ্গত, গতকাল অস্ট্রেলিয়া যাওয়ার আগে হেয়ার রোডের বাসভবনের সামনে সাংবাদিকদের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, আমি  সম্পূর্ণ সুস্থ আছি। কিন্তু ইদানীং একটা রায় নিয়ে রাজনৈতিক মহল, আইনজীবী, বিশেষভাবে সরকারের কয়েকজন মন্ত্রী ও প্রধানমন্ত্রী আমাকে ব্যক্তিগতভাবে যেভাবে সমালোচনা করেছেন এতে আমি সত্যিই বিব্রত। আমার দৃঢ় বিশ্বাস, সরকারের একটি মহল রায়কে ভুল ব্যাখ্যা প্রদান করে পরিবেশন করায় প্রধানমন্ত্রী আমার প্রতি অভিমান করেছেন। যা অচিরেই দূরীভূত হবে বলে আমার বিশ্বাস। সেই সঙ্গে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে আমি একটু শংকিতও বটে। এর আগে আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, প্রধান বিচারপতি ক্যান্সারে আক্রান্ত। অসুস্থতার কারণে তিনি অস্ট্রেলিয়া যাচ্ছেন।

   

রাইজিংবিডি/ঢাকা/১৪ অক্টোবর ২০১৭/মেহেদী/মুশফিক