জাতীয়

‘হৃদয়কে খুঁজতে বেগ পেতে হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক : ২৪ ঘণ্টারও বেশি সময় অতিবাহিত হলেও এখনো উদ্ধার হয়নি ঢাকার মুগদা থানার মাণ্ডা এলাকায় নর্দমায় পড়ে যাওয়া তিন বছরের শিশু হৃদয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, শিশুটির অবস্থান কোথায় তা জানা যায়নি। খালে প্রবল স্রোত থাকায় খুঁজে পেতে দেরি হচ্ছে। সোমবার বিকেলে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মোহাম্মদ আলী রাইজিংবিডিকে বলেন, ‘খালের গর্ত অনেক গভীর। তারপর পানির স্রোতও প্রবল। এর সঙ্গে আবার পানির ওপর ময়লার আস্তর পড়ে গেছে। এ কারণে উদ্ধার কাজে ব্যাঘাত ঘটছে। শিশুটিকে পাওয়া যাচ্ছে না। তাকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।’ প্রসঙ্গত, রোববার বিকেল ৫টার দিকে ওই শিশু খেলা করার সময় পানিতে পড়ে যায় এবং মুহূর্তেই পানির নিচে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। হৃদয়ের বাবা আব্দুস সালাম, পেশায় একজন রিকশাচালক। ঐ খালের পাশেই তারা একটি বাড়িতে ভাড়া থাকেন। রাইজিংবিডি/ঢাকা/১৬ অক্টোবর ২০১৭/মাকসুদ/সাইফ