জাতীয়

প্রধান বিচারপতির বিচার চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : সুনির্দিষ্ট ১১টি দুর্নীতির অভিযোগ উঠায় প্রধান বিচারপতি এস কে সিনহার বিচার দাবি করেছেন অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন মানিক। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ) আয়োজিত এক মানববন্ধনে তিনি এ দাবি জানান। শামসুদ্দিন মানিক বলেন, ‘প্রধান বিচারপতির বিরুদ্ধে ওঠা ১১ অভিযোগ এখন কোনো মুখের কথা না। তার বিরুদ্ধে আনা সব অভিযোগেরই সুনির্দিষ্ট সাক্ষ্যপ্রমাণ রয়েছে। এছাড়া হাইকোর্টে এখন সবাই বলাবলি করছে যে, তিনি একজন দুর্নীতিবাজ ও ঘুষখোর ব্যক্তি ছিলেন। বাংলাদেশের সংবিধান ও আইন অনুযায়ী শুধু রাষ্ট্রপতি ছাড়া সবার বিচার করা যাবে। তাই আমি সরকারের কাছে দাবি জানাই, প্রধান বিচারপতি অস্ট্রেলিয়া অথবা কানাডা, যেই দেশেই থাকুন না কেন তাকে দেশে ফিরিয়ে এনে তদন্তের মাধ্যমে যেন বিচারের সম্মুখীন করা হয়।’ তিনি বলেন, ‘প্রধান বিচারপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যে মন্তব্য করেছেন তার জন্যই শুধু উনার বিচার হওয়া উচিৎ। এছাড়া তার সঙ্গী বাকি ৫ বিচারপতিও বলেছেন তারা প্রধান বিচারপতির সঙ্গে বসতে চান না।’ বোয়াফের যুগ্ম সম্পাদক সাজেদা হকের পরিচালনায় সংগঠনের সভাপতি কবীর চৌধুরী তন্ময়ের সভাপতিত্বে বেশ কয়েকটি সংগঠনের নেতা মানববন্ধনে বক্তব্য রাখেন। রাইজিংবিডি/ঢাকা/১৮ অক্টোবর ২০১৭/সাওন/শাহনেওয়াজ