জাতীয়

বৈরি আবহাওয়ায় দেশজুড়ে নৌযান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক : টানা বৃষ্টি ও বৈরি আবহাওয়ার কারণে দেশজুড়ে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার শনিবার দুপুরে রাইজিংবিডিকে বলেন, ‘শুক্রবার বিকেল থেকেই নদীপথের সকল রুটে লঞ্চ, স্টিমারসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। উপকূলীয় এলাকায় ফেরি চলাচলও বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।’ বিআইডব্লিউটিএ সূত্র জানায়, সারা দেশে ৬৫ ফুটের কম দৈর্ঘ্যের সব ধরনের নৌযানের ক্ষেত্রে এই নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল নৌযান চলাচল বন্ধ থাকবে। এদিকে সদরঘাট থেকেও নৌযান চলাচল বন্ধ রয়েছে।  বন্ধ রয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া, কাঁঠালবাড়ি-শিমুলিয়ায় নৌযান চলাচল। ফেরিঘাটগুলোতে পারাপারের অপেক্ষায় রয়েছে শত শত যানবাহন।

   

রাইজিংবিডি/ঢাকা/২১ অক্টোবর ২০১৭/হাসান/সাইফুল