জাতীয়

রাজধানীতে অগ্নিকাণ্ডে দগ্ধ ৮

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ডেমরায় একটি বাসার দ্বিতীয় তলায় আগুনে একই পরিবারের সাতজনসহ আটজন দগ্ধ হয়েছেন। রোববার দিবাগত রাত ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে সোমবার ভোর ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন স্বজনেরা। দগ্ধরা হলেন- মো. আলমগীর (৪৫), তার স্ত্রী ফেরদৌসী (৩৫), ছেলে ইমন (১৫), শিপন (১২), তাফিন (২), ভাতিজা তোফায়েল (২৪) ও তার স্ত্রী রত্না (১৭)। অপরজন হলেন- আরিফ (৩৪)। দগ্ধ ফেরদৌসী ঢামেকে সাংবাদিকদের জানান, রোববার দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে বাসার সবাই ঘুমিয়ে ছিলেন। এসময় সন্তানদের চিৎকারে তাদের ঘুম ভাঙলে তারা আগুন দেখতে পান। কীভাবে আগুন লেগেছে এ বিষয়ে তিনি কিছুই জানাতে পারেননি। তবে সে সময় গ্যাসের গন্ধ পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, বার্ন ইউনিটে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল জানান, আলমগীর ছাড়া সবাই শঙ্কামুক্ত।

   

রাইজিংবিডি/ঢাকা/২৩ অক্টোবর ২০১৭/নূর/এসএন