জাতীয়

জাতীয় সমবায় দিবসে শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক : ‘উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্য সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতীয় সমবায় দিবস। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন দিবসটি উপলক্ষে। দিবসটি উপলক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকালে একটি শোভাযাত্রা মৎস্য ভবনের সামনে থেকে শুরু হয়ে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে এক আলোচনা সভায় বক্তারা জানান, দেশে এখন ১ লাখ ৭৫ হাজার ৭৭০টি নিবন্ধিত সমবায় প্রতিষ্ঠানে প্রায় ১ কোটি ৭ লাখ সদস্য। সমবায় সমিতিগুলোর কার্যকরী মূলধন প্রায় সাড়ে ১৪ হাজার কোটি টাকা। মোট সম্পদের পরিমাণ প্রায় ৭ হাজার ৩২ কোটি টাকা। সমবায়ের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৮ লাখ ২৬ হাজার ৭৩৮ জন লোকের কর্মসংস্থান হয়েছে। রাইজিংবিডি/ঢাকা/৪ নভেম্বর ২০১৭/নাসির/এসএন