জাতীয়

মাতৃভাষা ইনস্টিটিউটের ডিজির মেয়াদ বাড়ল

সচিবালয় প্রতিবেদক : আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালকের (ডিজি) চুক্তির মেয়াদ আরো দুই বছর বাড়ানো হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক পদে ইতিপূর্বে চুক্তিভিত্তিক নিয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জীনাত ইমতিয়াজ আলীকে, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। এতে বলা হয়েছে, এ পুনঃচুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে পূর্বের চুক্তির শর্তাবলি অপরিবর্তিত রেখে পুনরায় চুক্তিপত্র সম্পাদন করতে হবে। আরেক আদেশে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রিন্সিপাল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল শেখ শরিফুল ইসলামকে। আর ঢাকা রেসিডেনন্সিয়াল মডেল কলেজের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল আবদুল মান্নান ভূইয়াকে সশস্ত্র বাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে। পৃথক প্রজ্ঞাপনে বাংলাদেশ বেতারের উপপরিচালক তারেক জহিরুল হককে পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেনের একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আরেক প্রজ্ঞাপনে বাংলাদেশ সেনবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রউফকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পৃথক আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হককে সুরক্ষা সেবা বিভাগে বদলি করা হয়েছে। রাইজিংবিডি/ঢাকা/১৪ নভেম্বর ২০১৭/হাসান/সাইফ