জাতীয়

দেশে খাদ্য গুদাম ২৭২২টি

নিজস্ব প্রতিবেদক, জাতীয় সংসদ থেকে : দেশে মোট খাদ্য গুদামের সংখ্যা দুই হাজার ৭২২। এর মধ্যে দুই হাজার ৪৮৬টি গুদাম ব্যবহৃত হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। রোববার জাতীয় সংসদে আ খ ম জাহাঙ্গীর হোসাইনের (পটুয়াখালী-৩) তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘২৩৬টি গুদাম অব্যবহৃত রয়েছে। পটুয়াখালীতে মোট ৪৯টি খাদ্য গুদাম আছে। যার মধ্যে ২৯টি ব্যবহৃত হচ্ছে।’ তিনি বলেন, ‘অব্যবহৃত গুদামগুলো সংস্কারের কাজ একটি চলমান প্রক্রিয়া। বাজেটের আওতায় প্রতি অর্থবছরে গুদাম সংস্কার করা হয়ে থাকে। বিগত অর্থবছরে ৬২টি গুদাম সংস্কার করা হয়। এ ছাড়া চলতি বছরে সারাদেশে গুদাম সংস্কারের কাজ চলছে।’ রাইজিংবিডি/ঢাকা/১৯ নভেম্বর ২০১৭/আসাদ/হাসান/শাহনেওয়াজ