জাতীয়

উৎপল দাশ কোথায়? স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির দাবি

নিজস্ব প্রতিবেদক, জাতীয় সংসদ থেকে : ‘তরুণ সাংবাদিক উৎপল দাশের নিখোঁজের বিষয়ে ৩০০ বিধিতে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিবৃতি দাবি করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য (সুনামগঞ্জ-৪) পীর ফজলুর রহমান। সোমবার বিকেলে দশম সংসদের ১৮তম অধিবেশনের পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ কথা বলেন তিনি। সংসদ সদস্য পীর ফজলুর রহমান বলেন, ‘তরুণ সাংবাদিক উৎপল দাশ এক মাসের অধিককাল ধরে নিখোঁজ রয়েছেন। তার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক (অবসরপ্রাপ্ত) পিতা আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে এ বিষয়ে জিডি করেছেন, খোঁজ পাবার জন্য বার বার ধর্ণা দিচ্ছেন, কিন্তু পুলিশ বলছে তারা খোঁজ পাচ্ছে না। কিন্তু তথ্য-প্রযুক্তির যুগে তিনি কোথায় আছেন তা বের করা সম্ভব। কিন্তু কেন এ সাংবাদিকের খোঁজ আইন-শৃঙ্খলা বাহিনী দিতে পাচ্ছে না? একজন মানুষ যদি নিখোঁজ হয়, তা বের করা রাষ্ট্রের দায়িত্ব। কেননা জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্ব তো রাষ্ট্রের। এই ব্যক্তি যদি কোনো আইনের পরিপন্থী কাজ করে থাকেন তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারে। একটা তরুণ সাংবাদিক এক মাসের অধিক নিখোঁজ, কিন্তু আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী তাকে উদ্ধার করতে পারে না, এটি আমাদের কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হয় না। আমি এই মহান সংসদে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ৩০০ বিধিতে বিবৃতি দাবি করছি।’ রাইজিংবিডি/ঢাকা/২০ নভেম্বর ২০১৭/আসাদ/হাসান/মুশফিক