জাতীয়

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। বুধবার স্পিকারের কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার। সাক্ষাৎকালে তারা ঢাকায় অনুষ্ঠিত ৬৩তম সিপিসি, আন্তঃদেশীয় যোগাযোগ বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। স্পিকার ৬৩তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে (সিপিসি) ভারতের লোকসভা ও রাজ্যসভার প্রতিনিধিদল অংশগ্রহণ করায় লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনকে ধন্যবাদ জানান। স্পিকার বলেন, বাংলাদেশ-ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত গভীর ও বন্ধুত্বপূর্ণ। ভবিষ্যতে এ দুই প্রতিবেশী রাষ্ট্র ও সংসদের বিরাজমান সম্পর্ক আরো দৃঢ় হবে বলে আশা করি। ভারতীয় হাইকমিশনার ৬৩তম সিপিসি সফলভাবে আয়োজন করায় স্পিকারকে অভিনন্দন জানান। রাইজিংবিডি/ঢাকা/২২ নভেম্বর ২০১৭/হাসান/রফিক