জাতীয়

প্রধানমন্ত্রীর নির্দেশের পরও কলেজ জাতীয়করণ না হওয়ায় ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দেওয়ার পর তিন বছর অতিবাহিত হলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় নেতা কামারুজ্জামানের নামে প্রতিষ্ঠিত কলেজ আজও জাতীয়করণ হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ে কিছু কিছু কর্মকর্তার গাফিলতিতেই এই কাজ এগুচ্ছে না বলে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ওয়ার্কার্স পার্টির দলীয় সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। বৃহস্পতিবার রাতে সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে তিনি এ কথা বলেন। ফজলে হোসেন বাদশা বলেন, প্রধানমন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন কলেজের যোগ্যতা ও প্রয়োজনীয়তা বিবেচনা করে জাতীয়করণের নির্দেশ দেন। এ পর্যন্ত প্রধানমন্ত্রীর নির্দেশে ৪৬টি কলেজ জাতীয়করণ করা হয়েছে। কিন্তু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও রাজশাহীতে প্রতিষ্ঠিত জাতীয় নেতা শহীদ এএইচএম কামারুজ্জামান কলেজ জাতীয়করণের নির্দেশ দেওয়ার পরেও এখনো জাতীয়করণ হয়নি। প্রধানমন্ত্রীর নির্দেশের পর ৩ বছরেও জাতীয়করণ হয় না। অথচ শিক্ষা মন্ত্রণালয়ের কিছু ব্যক্তি অবৈধভাবে আত্মিকরণের বাধা দিচ্ছে। কলেজ জাতীয়করণের যে আইন আছে, সেই আইন অনুসরণ করলেও তিনদিনের মধ্যে আত্মিকরণ করা সম্ভব। তিনি বলেন, এমনও কলেজ আছে যেগুলো নামি-দামি না অথচ আদালতের নির্দেশে আত্মিকরণ করা হয়েছে। তাই প্রধানমন্ত্রীর নির্দেশিত ওই দুই কলেজ দ্রুত আত্মিকরণের দাবি জানাচ্ছি। রাইজিংবিডি/ঢাকা/২৩ নভেম্বর ২০১৭/আসাদ/সাইফ