জাতীয়

ঘরে বসেও মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে : রওশন

নিজস্ব প্রতিবেদক : বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, ঘরে বসেও মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। মানুষ খুন হচ্ছে, গুম হচ্ছে। এগুলো কারা দেখবে? তাদের নিরাপত্তা দেবে কে? স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে  বৃহস্পতিবার সংসদের ১৮তম অধিবেশনের সমাপনী দিবসের ভাষণে তিনি এ কথা বলেন। রওশন এরশাদ উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘নিখোঁজ হয়ে যাচ্ছে মানুষ। মুক্তিপণ আদায় করা হচ্ছে। আমি যা বলছি, পত্রিকায় প্রকাশিত তথ্য থেকে বলছি। এসব কোন বানানো কথা নয়। ৫ বছরে নিখোঁজ হয়েছে ৫১৯ জন মানুষ। তারা কীভাবে নিখোঁজ হলো? কদিন আগে অনিরুদ্ধ রায় ফিরে এলো। সে কোথায় ছিল? কে তাদের নিয়ে গেল? অন্যরা ফিরল না। তাহলে বোঝা যাচ্ছে ঘরে বসে মানুষ খুন হচ্ছে। নিরাপত্তাহীনতায় ভুগছে। এই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার- এটাই আমার প্রশ্ন। কাজেই এ বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা দরকার।’ মাদকদ্রব্যের প্রসারে উদ্বেগ প্রকাশ করে বিরোধী দলীয় নেতা বলেন, ‘মাদক থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে হবে। ইয়াবার পর এখন ক্যাটামিন নামে নতুন মাদক এসেছে। নাকের সামনে স্প্রে করে নেশা করার নতুন পদ্ধতি।’ তরুণ প্রজন্মকে রক্ষার জন্য রাত দশটার পর হোয়াটস অ্যাপ, ভাইভার, ম্যাসেঞ্জার এসব বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়ে রওশন এরশাদ বলেন, ‘সৌদি আরবে এসব নাই। চায়নাতেও নাই। স্মার্টফোন থেকে আমাদের তরুণ প্রজন্মকে রক্ষা করতে হবে।’ তিনি বলেন, ‘সারা রাত ধরে স্মার্ট ফোন দেখে। ব্লু হোয়েলে আত্মহত্যা করেছে। এ বিষয়ে সতর্ক হতে হবে। বাচ্চাদের বাঁচাতে হবে।’ বিনামূল্যে শিক্ষার্থীদের দেওয়া বইয়ের মান নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘এসব নিম্নমানের বই কতদিন টিকবে? নিম্নমানের ছাপা। ছবি হাতের ঘষায় উঠে যাচ্ছে। এ বিষয়ে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।’ বিরোধী দলীয় নেতা বলেন, ‘কোটি লোক বেকার। আমরা দেশব্যাপী বাণিজ্য ও শিল্পের প্রসার ঘটাতে পারিনি। মানুষের হাতে কাজ নেই। কিন্তু কর্মসংস্থানের সৃষ্টি তো করতে হবে। তাহলেই আমরা উন্নয়নের মহাসড়কে উঠতে পারব।’ রাইজিংবিডি/ঢাকা/২৩ নভেম্বর ২০১৭/আসাদ/শাহনেওয়াজ