জাতীয়

আনন্দ শোভাযাত্রার রুট প্রকাশ করেছে ডিএমপি

নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চে দেওয়া ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে অন্তর্ভুক্ত হওয়ায় শনিবার রাজধানীতে আনন্দ শোভাযাত্রা করবে সরকার। শোভাযাত্রার শৃঙ্খলা রক্ষার্থে এর রুট প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে সাধারণের প্রবেশপথেরও নির্দেশনা দেওয়া হয়েছে। শুক্রবার ডিএমপির উপ-কমিশনার মাসুদুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর থেকে শোভাযাত্রা শুরু হয়ে মিরপুর রোডের রাসেল স্কয়ার ক্রসিং হয়ে কলাবাগান দিয়ে সায়েন্সল্যাব বামে মোড় নিয়ে বাটা সিগন্যাল হয়ে কাঁটাবন ক্রসিং হয়ে শাহবাগ ডানে মোড় নিয়ে ছবির হাট হয়ে সোহরাওয়ার্দী উদ্যান প্রবেশ করবে। আনন্দ শোভাযাত্রা দুপুর ১২টায় শুরু হবে। সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের গেট *  ছবির হাট গেট (চারুকলার বিপরীতে) *  টিএসসি গেট *  বাংলা একাডেমির বিপরীতের গেট *  কালী মন্দির গেট রাইজংবিডি/ঢাকা/২৪ নভেম্বর ২০১৭/নূর/মুশফিক